ভুয়া মেমোরি কার্ড হতে সাবধান !

বাজারে বর্তমানে ভুয়া মেমোরি কার্ড এ সয়লাব হয়ে গেছে। এক শ্রেণির প্রতারক এই ভুয়া মেমোরি কার্ড গুলো ক্রেতাদের কাছে ভাল বলে চালিয়ে দিচ্ছে।
ঢাকার গুলিস্তান, ফার্মগেট সহ আরও অনেক স্থানে ছোট্ট একটি টেবিলে মেমোরি গুলো সাজিয়ে বিক্রি করছে।
এই মেমোরি গুলো তারা ৮ জিবি, ১৬ জিবি, ৩২ জিবি, ৬৪ জিবি বলে বিক্রি করছে।
এবং এই মেমোরিগুলোর দাম তারা খুবই সস্তায় মাত্র ২০০ থেকে ৩০০ টাকায় বিক্রি করছে। ফলে ক্রেতারা লোভের বসে এই মেমোরি কিনে প্রতারিত হচ্ছেন।

এই মেমোরিগুলোতে হার্ডওয়্যার স্প্যাম করা হয়েছে , ফলে আপনি ৮ জিবি, ১৬ জিবি, ৩২ জিবি, ৬৪ জিবি আপনার মোবাইলে শো করলেও আপনি কিন্তু তা পাবেন না।
এতে সর্বচ্চো আপনি ২৫৬ এম্বি থেকে ৫১২ এম্বি স্পেস পাবেন।
এই মেমোরি কার্ড আপনি বেশীদিন ব্যাবহার করতে পারবেন না, এটি ক্রাশ করবে।
অনেকগুলোতো দুই তিন দিনের ভেতর ক্রাশ করে।

তাই, আপনি মেমোরি কার্ড কেনার সময় সাবধানতা অবলম্বন করুন, পরিচিত দোকান থেকে ওয়ারেন্টি সহকারে মেমোরি কার্ড কিনুন।
কেনার সাথে সাথে মেমোরি কার্ড টিতে ভিডিও, গান, ছবি ভরে ফুল লোড করুন, লোড হয়ে গেলে ফাইল গুলো চালিয়ে দেখুন সেগুলো চলছে কিনা।
ভুয়া মেমোরি কার্ডএ ভিডিও, গান, ছবির ফাইল লোড ঠিকই হবে কিন্তু সেগুলো চলবে না। কারন এতে হার্ডওয়্যার স্প্যাম করা হয়েছে।
তাই, যাচাই করে মেমোরি কার্ড কিনুন।

No comments:

Post a Comment