আপনার কম্পিউটার দ্রুত চালু করার কৌশল !

কিছু কিছু সমস্যার জন্য কম্পিউটার দ্রুত চালু হয় না। অনেক সময় দেখা যায় কম্পিউটার চালু হতে ২০ মিনিট সময় লেগে যায় কিন্তু এই সময়টা লাগার কথা সর্ব্বোচ্চ ৩০ সেকেন্ড। এখানে আমরা দেখব কিভাবে আপনার কম্পিউটারের বুট আপ টাইম কমানো যায়

স্টেপ- ১. স্টার্টআপ প্রোগ্রাম কম রাখুন-
কম্পিউটারে যে কোন প্রোগ্রাম ইন্সটল করলে তার ম্যাক্সিমামই কম্পিউটার অন হবার সময় চালু হয়ে ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে, এতে যেমন বুট আপ টাইম বেশি লাগে তেমনই কম্পিউটারও স্লো কাজ করে। নিচের পদ্ধতি অনুসরণ করে অপ্রয়োজনীয় বা কম গুরুত্বপূর্ণ প্রোগ্রাম কম্পিউটার বুট আপ টাইমে চালুন হওয়া বন্ধ রাখতে পারেন। কম্পিউটার চালু হবার পর প্রয়োজন হলে ঐ প্রোগ্রামে ডাবল ক্লিক করে আবার চালু করে কাজ করতে পারেন। অপ্রয়োজনীয় বা কম গুরুত্বপূর্ণ প্রোগ্রাম রান বন্ধ করতে –
১. Start - Run
২. msconfig লিখে  Enter প্রেস করুন।

৩. system configuration utility প্রোগ্রাম চালু হবে। এখানে services অথবা startup ট্যাবে ক্লিক করুন এবং আপনি যে প্রোগামগুলো দীর্ঘসময় ব্যবহার করেনি বা কম ব্যবহার করেন সেগুলোর টিক চিহ্ন তুলে দিন।
৪. OK প্রেস করুন।

স্টেপ- ২. হার্ডড্রাইভ অরগানাইজ করুন-
কম্পিউটারে বিভিন্ন সময়ে কাজ করতে করতে এর ফাইলগুলো ডিজঅরগানাইজ হয়ে পড়ে। তাই প্রাইয় অন্ততঃ সপ্তাহে একবার আপনার হার্ডড্রাইভ রিঅরগানাইজ করা প্রয়োজন। রিঅরগানাইজ করার জন্য আপনার আলাদা কোন সফটওয়্যারের প্রয়োজন নেই। উইন্ডোজের Defragment প্রোগ্রাম ব্যবহার করে খুব সহজেই আপনি আপনার পিসির হার্ডড্রাইভ রিঅরগানাইজ করতে পারেন। নিচে দেখুন-
১. My Computer এর C: drive এ রাইট ক্লিক করে Properties এ ক্লিক করুন।
২. Properties এর “Tools” ট্যাবে ক্লিক করুন।
৩. Defragment Now  ক্লিক করুন।

 ৪. Disk Defragmenter প্রোগাম চালূ হবে।
 ৫. এখানে প্রথমে C: drive সিলেক্ট করুন এবংDefragment ট্যাবে ক্লিক করুন।
 ৬. C: drive এরDefragmentসম্পন্ন হলে এভাবে প্রত্যেক ড্রাইভDefragment করুন।

স্টেপ- ৩. স্টার্টআপ ডিলে সময় কমান-
কম্পিউটার দ্রুত চালু করার জন্য বুটি ডিলে টাইম ০ করে দিন। কম্পিউটারের ডিফল্ট ডিলে টাইম ৩০ সেকেন্ড, নিচের পদ্ধতি অনুসরণ করে আপনার কম্পিউটারের ডিফল্ট ডিলে টাইম কমিয়ে দিন-
১. Start - Run
২. msconfig লিখে  Enter প্রেস করুন।
৩. system configuration utility প্রোগ্রাম চালু হবে। এখানে boot.ini  ট্যাবে ক্লিক করুন এবং Time Out এর পাশের বক্সে ৩০ এর জায়গায় ৫ অথবা ০ দিন।  
৪. OK প্রেস করুন।

No comments:

Post a Comment