2015 সালের বেষ্ট অনলাইন আর্নিংস ট্রেন্ডস !

১. ব্লগিং
ব্লগিং এমন একটি পেশা যার চাহিদা
অনলাইনে ২০১৫ সাল কেন আগামি ১০০
বছরেও কমবে কিনা সন্দেহ আছে
।মূলতঃ
দীর্ঘমেয়াদী ও হ্যান্ডসাম আয়ের জন্য
ব্লগিং এর বিকল্প নেই। তবে ব্লগিং
করতে হলে আপনাকে কোমড় বেধেঁ
নামতে হবে। আপনি যদি রাতারাতি
বড়লোক হতে চান, তবে বলব Pls No Entry in
Blogging world.
সঠিক ও সময়োপযোগী পরিকল্পনা, ধৈর্য
ও পরিশ্রম করার মানসিকতা আপনাকে
ব্লগিং এ সফলতা এনে দিতে পারে।
ব্লগিং থেকে আয়ের উৎস হতে পারে
গুগল এ্যাডসেন্স, এফেলিয়েট
মার্কেটিং, ইমেজ এ্যাডভার্টাইজিং
ইত্যাদি। ব্লগিং এ আয়ের কোন লিমিট
নেই। মাসে ১০০ থেকে ৫ হাজার ডলার
বা তার উপরও হতে পারে। আপনার
ব্লগিং টপিকস, ভিজিটরের পরিমান,
মার্কেট ট্রেন্ডস, এসইও ইত্যাদি
বিষয়ের উপর ভিত্তি করে আয়ের
পরিমান নির্ধারণ হবে।
অতএব বলা যায়, ২০১৫ সালের বেষ্ট
অনলাইন আর্নিংস ট্রেন্ড ব্লগিং।
হ্যাপি ব্লগিং, হ্যাপি আর্নিংস।

No comments:

Post a Comment