কিভাবে বুঝবেন আমার পিসি ভাইরাস আক্রান্ত কিনা ?

কম্পিউটার স্লো হয়ে যাবে।পেন ড্রাইভ



বা অন্ন কোন রিমুভাল ডীস্কে ফাইল



কপি করলে এগুলোর সাথে কিছু অপ্রয়োজনীয়



ফাইল
অটোমেটিক কপি হবে।



বেশি আক্রান্ত হলে ডিস্কের ফাইল



আটোমেটিক ডিলেট হতে থাকবে, স্ক্রীন এর রং ও আকার পরিবর্তন হবে,কোন কাজ



করতে নিলে অপ্রয়োজনীয় এরর মেসেজ



আসবে,যখন তখন রিস্টার্ট নিবে।আর



ভাইরাস যদি এর মদ্ধেই নিয়ন্ত্রন



না করা হয় তবে উইন্ডোজ ক্রাশ থেকে শুরু



করে মাদার বোর্ড পর্যন্ত জ্বলে যায়





কম্পিউটার স্টার্টেই দেখবেন স্লো হয়ে গেছে। কিংবা দুই তিনটা কাজ একসাথে করতে চাইলেই দেখবেন ক্রাশ করেছে বা হ্যাং করেছে। পেন ড্রাইভ দিলে সাথে সাথে পেন ড্রাইভে অজানা ফোল্ডার দেখতে পাবেন। ভালো কোন এন্টিভাইরাস ব্যাবহার করলে এই সমস্যা থেকে রেহাই পেতে পারেন।

No comments:

Post a Comment