2015 সালের বেষ্ট অনলাইন আর্নিংস ট্রেন্ডস-৪


৪. ফ্রিল্যান্সিং
অনলাইন ফ্রিল্যান্সিং সম্পর্কে
কারোই অজানা নয়। অমিত সম্ভাবনাময়
এ সেক্টরে রয়েছে উজ্জ্বল ক্যারিয়ার,

যদি হতে পারেন দক্ষ আইটি প্রফেশনাল।
ফ্রিল্যান্সিং এ বাংলাদেশের
অবস্থান ধীরে ধীরে শক্ত অবস্থান গড়ে
তুলেছে। শুধুমাত্র ২০১৫ নয়,
বাংলাদেশের আর্থ সামাজিক
প্রেক্ষাপটে আগামি কয়েক শতক
ফ্রিল্যান্সিং মার্কেট মাতাবে
বাংলাদেশ। সম্প্রতি অনুষ্ঠিত এক
সেমিনারে বাংলাদেশের ইল্যান্স-
ওডেস্কের কান্ট্রি ম্যানেজার সাইদুর
মামুন খান জানান ২০১৩ সালে
বাংলাদেশের মুক্ত পেশাজীবীরা
(ফ্রিল্যান্সার)
শুধু ইল্যান্স ও ওডেস্কের
মাধ্যমে অনলাইন আউটসোর্সিং থেকে
আয় করেছেন প্রায় দুই কোটি ১০ লাখ
ডলার।

No comments:

Post a Comment