স্হায়ীভাবে চিরদিনের জন্য ফেসবুক একাউন্ট Delete করার উপায় !

ইন্টারনেট জগতে
বিচরণের শুরুর দিকেই
প্রায় সবাই ফেসবুক
আইডি খোলে। কিন্তু
শুরুর দিকে ফেসবুক
সম্পর্কে অনেক কিছু
না জানার কারণে শুধু
একটা নয়, কয়েকটা
আইডি খোলা হয়ে যায়,
পরে অন্য আইডিগুলো
ডিলেট করার ইচ্ছা
থাকলেও
অনেকেই
জানেন না
যে ফেসবুক আইডি
স্থায়ীভাবে কিভাবে
ডিলেট করা যায়। আজ
তাই
যারা জানেন না তাদের
জন্যই এই পোষ্টঃ
আপনার ফেসবুক
আইডিটি স্থায়ীভাবে
ডিলেট করার জন্য
নিচের
ধাপগুলো অনুসরণ করুন-
ডেস্কটপ ভার্সনঃ
১. প্রথমে যে আইডিটি
ডিলেট করতে চান
সেটাতে Log in করুন।
২. নিচে Setting এর উপরে‘Help’ এ
ক্লিক করুন।
৩. তারপর বামপাশে
আবার কতগুলো অপশন
দেখতে পাবেন, সেখান
থেকে ‘Editing Your
Account’ এ ক্লিক করুন।
৪. এরপর যে অপশনগুলো
আসবে সেখান থেকে
‘Deactivating,
Deleting & Memorizing
Accounts’ অপশনে
ক্লিক
করুন।
৫. এবার ডানপাশে
‘Deactivating Account’,
‘Deleting
Account’ এবং ‘Memorizing
Account’ নামে তিনটি
মূল
শিরোনামের অধীনে
কতগুলো অপশন দেখতে
পাবেন। এর
মধ্যে ‘Deleting Account’
শিরোনামের অধীনে
“How do I
permanently delete my
account?” অপশনটিতে
ক্লিক
করুন।
৬. তারপর কতগুলো
লেখা আসবে লেখাগুলো
ভালোভাবে পড়ে দেখুন,
যদি আপনার
একাউন্টটি স্থায়ীভাবে
ডিলেট করার মনস্থির
করে থাকেন তাহলে নীল
রঙ্গে হাইলাইট করা
‘Let us know’
তে ক্লিক করুন।
৭. তারপর ‘Delete My
Accont’ এ ক্লিক করে
কনফার্ম করুন।
৮. এরপর একটি পপ-আপ
উইন্ডো আসবে, সেখানে
আপনার
একাউন্টের পাসওয়ার্ড
এবং সিকিউরিটি চেক
দিয়ে ‘Submit’ এ
ক্লিক করুন।
ব্যাস, ৯০ দিনের মধ্যে
আপনার ফেসবুক
একাউন্টটির সব তথ্য
চিরতরে মুছে যাবে যা
আর কোনভাবেই ফিরে
পাওয়া যাবে না,
তবে আপনি যাদেরকে
ইনবক্সে মেসেজ
দিয়েছেন সেইসব তথ্য
আপনার
আইডি থেকে মুছে
গেলেও তাদের
আইডিতে রয়ে যাবে।
সুতরাং কোন
একাউন্ট ডিলেট করার
মত সিদ্ধান্ত নিতে
আবেগের
বশবর্তী হয়ে নয়, সব
কিছু ভালোভাবে
ভেবেচিন্তে সিদ্ধান্ত
নিতে হবে। কারণ, যে
আইডিটা একবার আপনি
ডিলেট করবেন
পরে যদি এর কোনকিছু
দরকারও হয় তা আর
কোনভাবেই ফিরে
পাবেন
না।
 https://www.coinbase.com/join/shahin

1 comment:

  1. অসাধারণ হয়েছে...এই পোস্টের আকারের চেয়ে আরো তিন গুন বড় কমেন্ট করে ও এই পোস্টের গুন প্রকাশ করা সম্ভব হবে না। আপনার প্রতিনিয়ত পোস্টের মান দেখে আমি সত্যিই আশ্চর্য হয়ে যাই।
    আপনি সত্যিই একজন জিনিয়াস 🙂 এরকম একটি ব্লগের নিয়মিত পাঠক হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সত্যি আজ অসম্ভব সুন্দর একটি পোস্ট করেছেন। আরো চাইবেশি বেশি চাই

    ReplyDelete