পেনড্রাইভ আকৃতির কম্পিউটার !

ডেস্কটপ, ল্যাপটপ নিয়ে টানাটানির দিন শেষ। ছোট্ট একটি পোর্টেবল পেনড্রাইভ আকৃতির ‘কম্পিউটার’ সহজেই মেটাবে সব প্রয়োজন
। লাগবে শুধু এইচডিএমআই মনিটর অথবা টেলিভিশন।

এটি খুব সহজেই ব্যবহার ও বহন করা যাবে। প্রসেসর অ্যাটোম কোয়াড কোর (১.৩৩ গিগাহার্টস), ২এমবি ক্যাশ মেমোরি, ২জিবি র‌্যাম, ৩২ জিবি স্টোরেজ (এছাড়াও অতিরিক্ত মেমোরি ব্যবহার করা যাবে), ব্লু-টুথ, ওয়াই ফাই, ক্লাউড অ্যাক্সেস, মাইক্রো এসডি কার্ড, উইন্ডোজ ৮.১ উইথ বিং, ডিজিটাল অডিও রয়েছে। খুবই কম বিদ্যুৎ খরচে এটি ব্যবহার করা যায়। এটি চালাতে ৫ ভোল্ট, ২ অ্যাম্পিয়ার দরকার হবে।

No comments:

Post a Comment