এক ক্লিকেই তৈরি করুন PDF ফাইল খুব সহজ না দেখলে মিস!

আজ আপনাদের কে পরিচয় করে দিব এমন একটি PDF Creator সফটওয়্যারের সাথে, যেটির সাথে পরিচিত হলে, আমার বিশ্বাস, আপনি আপনার পূর্বে ব্যবহারকৃত সমস্ত  PDF Creator কে ভুলে যেতে চাইবেন।

নাম হচ্ছে তার novaPDF Professional । আপনারা অনেকেই doPDF ব্যবহার করেছেন বা করছেন। doPDF এর সিস্টার প্রোডাক্ট এই novaPDF। doPDF সম্পূর্ণ ফ্রি, আর novaPDF এর মূল্য ৪৯.৯৫ ইউএস ডলার। বোঝাই যাচ্ছে একটি হোম এডিশন অপরটি বিযনেস এডিশন। অসংখ্য বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যামণ্ডিত এই সফটওয়্যারটি, যেখানে খুবই সাদামাটা doPDF ।  বলতে দ্বিধা নেই, অন্যকোনো PDF Creator ব্যবহার করে আমি এতটা সন্তুষ্ট হতে পারিনি। টাকা থাকলে কিনেই ব্যবহার করতাম।
সে যাইহোক। চলুনই না, একবার চোখ বুলিয়ে যাই novaPDF এর ওপর, কি কি আছে এর মাঝে, দেখে নেই এক ঝলক।
  • Universal Printing
প্রায় সব প্রকারের প্রিন্টেবল ডকুমেন্ট (যেমন DOC, XLS, PPT, PUB, DOCX, XLSX, PPTX, PUBX, HTML, TXT,… ইত্যাদি) থেকেই PDF বানানো সম্ভব।
  • PDF Security
আপনি প্রয়োজনে পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত করে রাখতে পারেন আপানার তৈরিকৃত PDF টিকে। এর ফলে, পাসওয়ার্ড প্রবেশ করানো ব্যাতিত কেউই আপনার PDF টি Open করতে পারবেনা, পড়া তো দুরের কথা, কপি-পেস্টের কথা বাদই দিলাম।
  • PDF Digital Signatures
আপনার ডিজিটাল সিগনেচার থাকলে এই সফটওয়্যারটির মাধ্যমে সহজেই সাইন করতে পারবেন আপনার তৈরিকৃত PDF টিতে। এতে আপানার তৈরিকৃত PDF টির  বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করে  বৃদ্ধি করতে পারবেন সেটির গ্রহনযোগ্যতা।
  • Merge PDF Files
আপনি PDF এর যে কোন সংশোধনী করতে পারবেন, এমন কি যে কোন অংশে নতুন কিছুর সংযোজন-পরিমার্জনও ঘটাতে পারবেন।
  • PDF Links Support
ডকুমেন্টের এমন কোন লাইন যেটি শুরু হয়েছে “http://”, “www”, “mailto:”, “ftp://” or file:// ইত্যাদি দিয়ে, সেগুলো স্বয়ংক্রিয় ভাবেই Hyperlink রূপ নিবে এই সফটওয়্যার টির মাধ্যমে PDF তৈরি করলে, যদিও মূল ডকুমেন্টে আপনি সেগুলোকে হাইপারলিঙ্ক অবস্থায় না রাখেন, তথাপি। তবে আপনি চাইলে সেটিংস থেকে এই অপশনটি সক্রিয়-নিষ্ক্রিয় করে করে রাখতে পারেন।
  • Auto-save PDF Files
কোন ডায়ালগ বক্স প্রদর্শন করা ছাড়াই আপানার তৈরিকৃত সমস্ত PDF গুলো স্বয়ংক্রিয়ভাবে পূর্বনির্ধারিত ফোল্ডারে Save হবে।   অথবা, আপনি চাইলে PDF তৈরি করবার পর প্রতিবারই আপনার পছন্দমত ফোল্ডারে সেগুলোকে Save করে রাখতে পারবেন প্রদর্শিত ডায়লগবক্সের মাধ্যমে। Save হবার পর স্বয়ংক্রিয় ভাবেই আপনার কম্পিউটারের ডিফল্ট PDF Reader এর মাধ্যমে প্রদর্শিত হবে সদ্য তৈরি PDF টি।
  • PDF Overlay
আপনি এক PDF কে আরেক PDF এর ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারবেন। প্রয়োজন হলে Customize অপশন থেকে Position নির্ধারণ করে দিতে পারবেন।
  • Add-ins for Microsoft® Office
এই ক্ষেত্রেও আলোচ্য সফটওয়্যার টি মেরে দিয়েছে ছক্কা। আমি বলবো এই অপশনটি হচ্ছে সফটওয়্যারটির বেশ বড়সড় প্লাসপয়েন্ট। আপনি মাইক্রোসফট অফিস ওয়ার্ড/পাওারপয়েন্ট/এক্সেল ডকুমেন্টে থাকা অবস্থায়ই সরাসরি তৈরি করে ফেলতে পারেন PDF!  সফটওয়্যারটি ইন্সটল দেবার পর আপনার মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট/পাওারপয়েন্ট/এক্সেল ডকুমেন্ট Open করলে Toolbar এ novaPDF নামে নতুন একটি অপশন দেখতে পাবেন।  নিচের চিত্র লক্ষ্য করুন, সবুজ রঙ্গে হাইলাইট করা হয়েছে অপশনটি।
এরই নিচে লক্ষ্য করুন, Quick Access Toolbar এ একটি নতুন অপশন যোগ হয়েছে, যেটি উপরের ছবিতে লাল রং দিয়ে হাইলাইট করা হয়েছে। এখানে ক্লিক করলেই, মাত্র এক ক্লিক করলেই তৈরি হয়ে যাবে আপনার PDF.  তবে এই অপশনটি স্বয়ংক্রিয়ভাবে আসবে না। কি করতে হবে তাহলে? উপরের Toolbar থেকে novaPDF অপশনটিতে ক্লিক করুন। নিচের চিত্রের মত আসবে।
সেখান থেকে Save As PDF এর ওপর মাউসের রাইট বাটন ক্লিক করুন এবং নির্বাচন করুন Add to Quick Access Toolbar, উপরের চিত্রের মত। ব্যস, হয়ে গেলো। এখন থেকে সব PDF মাত্র এক ক্লিকেই! এটিই হচ্ছে আমার পোস্টের টাইটেল। কি, বুঝতে পারলেন তো, কিভাবে মাত্র এক ক্লিকেই তৈরি করা যায় PDF?
  • PDF Bookmarks
PDF এর যেকোনো হেডিংকে বুকমার্ক হিসেবে চিহ্নিত করে সংরক্ষন করতে পারবেন।
  • PDF Watermark
তৈরিকৃত PDF এ আপনার নিজস্ব জলছাপ প্রয়োগ করতে পারবেন। জলছাপের Position ও নির্ধারণ করে দিতে পারবেন।
  • Reduce PDF File Size
আয়তনে স্বল্প অথচ বেশ ভালো মানের PDF. আমি নিজেও প্রমান পেয়েছি। আপনি ব্যবহার করলেই বুঝতে পারবেন।
  • Document Information
তৈরিকৃত PDF এর title, subject, author, keywords ইত্যাদি পরিমার্জন করতে পারবেন খুব সহজেই।
  • Paper Size
মন মত PDF তৈরি করতে আপনি পেপার সাইয কে মডিফাই করতে পারবেন, রেয্যুলেশন নির্ধারণ করতে পারবেন ৭২ থেকে ২৪০০ dpi এর মধ্যে.
এছাড়াও উল্লেখযোগ্য আরও কিছু বৈশিষ্ট্য হল:
  • After Save Actions
  • Import/Export Profiles
  • Public Profiles
  • Compatibility
  • Multi-language support
  • License Management
  • Shared Network PDF Printer
  • Easy to Use
  • Protect Documents
  • Low Cost
  • Font Embedding
  • Send PDF via Email
  • International Character Support
  • PDF/A Compliance
  • Private Profiles
যা যা দরকার সফটওয়্যারটি চালানোর জন্য:
১. Windows 2000/XP/2003 Server/Vista, Windows 7.
২. প্রায় ২০ মেগাবাইট ফ্রি ডিস্কস্পেস.
এর একটি বৈশিষ্ট্য হল, PDF  তৈরির জন্য কোন থার্ড পার্টির সফটওয়্যার যেমন Java runtime environments কিংবা .NET Framework ইন্সটল করতে হয়না যেমনটি করতে হয় Adobe Acrobat এর জন্য।
ব্যবহারবিধি:
সফটওয়্যারটি ব্যবহার করে আপনি তিন ভাবে PDF তৈরি করতে পারবেন,
১. ওয়ার্ড ডকুমেন্টে থাকা অবস্থায় Ctrl+P চেপে প্রিন্ট ডায়লগ বক্সের মাধ্যমে। শুধু Printer Name বক্সে নির্বাচন করে দিন novaPDF।
২. দ্বিতীয় পদ্ধতি, উপরের চিত্রের মত করে।
৩. তৃতীয় পদ্ধতিটি, C:\Program Files\Softland\novaPDF Professional Desktop 7 থেকে।
কি, পেতে মন চাইছে কি একে? ফুল? ফ্রি? তাও আবার লেটেস্ট ভার্শনটি (ভার্শন 7.5)? তবে নিন ডাউনলোড করে নিচের লিঙ্ক থেকে। সিরিয়াল কি ভেতরেই আছে।
novaPDF Professional Desktop version 7.5 (৬.৫৯ মেগাবাইট)
http://www.mediafire.com/?rt2rrc42ztl0c4o
RAR ফরম্যাটে কম্প্রেস করা আছে আর্কাইভটি। 7z/RAR  আর্কাইভকে Extract করবার জন্য কোন সফটওয়্যার না থাকলে নামিয়ে নিন WinRAR 4.10 ফুল ভার্শন  কিংবা 7-Zip নিচের লিঙ্ক থেকেঃ
7-Zip: http://www.mediafire.com/?c5z0ue1oss2uv
WinRAR: http://www.mediafire.com/?e41jvxsu7b1yv
কেমন লাগলো, জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই।
[তথ্য গুলো novaPDF এর অফিসিয়াল ওয়েব সাইট থেকে সংগৃহীত। বিস্তারিত জানতে চাইলে প্রবেশ করুন  http://www.novapdf.com/en/novapdf-professional-desktop-features.html ]

No comments:

Post a Comment