তাজমহলের ‘ভেরিফায়েড’ টুইটার অ্যাকাউন্ট

ঐতিহাসিক স্থাপনা হিসেবে তাজমহলের ‘ভেরিফায়েড’ টুইটার অ্যাকাউন্ট (@TajMahal) চালু হয়েছে গতকাল শনিবার।
ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব গতকাল আনুষ্ঠানিকভাবে টুইটার অ্যাকাউন্টটির উদ্বোধন করেন। প্রথম টুইটার বার্তায় (টুইট) উল্লেখ করা হয়, ‘বিশ্বে দুই ধরনের মানুষ রয়েছেন—যাঁরা তাজমহল দেখেছেন এবং যাঁরা এখনো দেখেননি। যাঁরা দেখেননি, তাঁরা আমাকে অনুসরণ করুন।’
যাত্রা শুরু উপলক্ষে যাঁরা #MyTajMemory লিখে টুইট করছেন, তাঁদের টুইট তাজমহলের অ্যাকাউন্ট থেকে আবার পাঠানো (রি-টুইট) হচ্ছে অন্যদের কাছে। ভারতের আগ্রায় তাজমহলের অবস্থান। ১৯৮৩ সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য (ওয়ার্ল্ড হেরিটেজ সাইট) তালিকায় স্থান পায় তাজমহল। এটি বিশ্বের সপ্তাশ্চর্যের একটি।

No comments:

Post a Comment