জেনে নিন ভুলে যাওয়া পাসওয়ার্ড !

আমরা অনেক সময় ইন্টারনেটে বিভিন্ন সাইটে লগ ইন করার সময় পাসওয়ার্ড সেভ দিই, কিন্তু পরে তা ভূলে যাই! এখন আপনি আপনার ব্রাউজার (মজিলা) থেকে জেনে নিতে পারেন আপনার ভূলে যাওয়া পাসওয়ার্ড!

দেখুন কিভাবে করতে হয়ঃ
১। প্রথমে আপনার Mozila Firefox এর ☛Tools এ ক্লিক করুন
২। তারপর ☛ Option এ ক্লিক করুন
৩। ☛Security ট্যাব এ ক্লিক করুন ।
৪। ☛Save Password এ ক্লিক করুন ।
৫। ☛Show Password এ ক্লিক করুন ।
৬। যদি Are you sure you wish to show your passwords? এই লেখা আসে তবে yes দিন ।
এখন দেখুন আপনার কাঙ্খিত সকল Save করা Password।

No comments:

Post a Comment