জানুন ফ্রাঙ্কেন-ট্রি সম্পর্কে !

একপ্রজাতির গাছে অন্য প্রজাতির কলমের মাধ্যমে চাষ বিরল হলেও অসম্ভব নয়। আমাদের অনেকেরই এই বিষয়ে অভিজ্ঞতা আছে।
কিন্তু সিরাকিউজ ইউনিভার্সিটির আর্ট অব স্কুলের অধ্যাপক স্যাম ভ্যান অ্যাকেন একটি গাছে গ্রাফটিংএর মাধ্যমে চল্লিশটি ভিন্ন ধরনের ফল ফলাতে সক্ষম হয়েছেন। গাছটির নাম দেওয়া হয়েছে ফ্রাঙ্কেন-ট্রি,
ফ্র্যাঙ্কেনস্টাইন নামের আদলে। ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করা হয়েছিলো বিভিন্ন পশুর অংশবিশেষ জোড়া দেওয়ার মাধ্যমে, সেই থেকে ফ্র্যাঙ্কেন-ট্রি নামকরণ। সারাবছর গাছটিকে অন্যান্য ফলদায়ী গাছের মতোই দেখায়, তবে বসন্তে নতুন পাতার নানাবিধ রঙে এটিকে অসাধারণ সাজে সাজতে দেখা যায়। দুটি গাছের কান্ডের মধ্যে গ্রাফটিং করা যায় যদি ভাস্কুলার টিস্যুগুলোকে যথাযথভাবে বিন্যাস্ত করা যায়। এই গাছটি এধরনের অত্যন্ত সতর্ক গ্রাফটিংয়েরই ফসল।

No comments:

Post a Comment