টেসিসের দায়িত্ব নিচ্ছেন মোস্তাফা জব্বার

দোয়েল ল্যাপটপ প্রকল্পসহ দেশীয় ডিজিটাল পণ্য তৈরির উদ্যোগ বাড়াতে তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বারকে টেলিফোন শিল্প সংস্থার (টেসিস) দায়িত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
। ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের দ্বিতীয় সভায় এ নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তাঁর কার্যালয়ে এ সভা হয়।
সভায় টাস্কফোর্সের সঙ্গে যুক্ত সরকারের মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থার পাশাপাশি এফবিসিসিআই, বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসসহ (বেসিস) বিভিন্ন বেসরকারি প্রতিনিধি ও বিশেষজ্ঞরা যোগ দেন।
মানসম্মত দেশীয় প্রযুক্তি পণ্য তৈরি ও রপ্তানির পাশাপাশি দেশের চার কোটি শিক্ষার্থীর হাতে ডিজিটাল ডিভাইস পৌঁছে দিতেও টেসিসের প্রতি নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
টেসিসের দায়িত্ব গ্রহণ সম্পর্কে মোস্তাফা জব্বার প্রথম আলোকে বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে গতকাল ডিজিটাল টাস্কফোর্সের সভায় টেসিসের দায়িত্ব নেওয়ার কথা বলেছেন। আমরা দেশের শিক্ষার্থীদের কাছে ডিজিটাল ডিভাইস পৌঁছে দিতে চাই। সাধারণত আমাদের ডিভাইস আমদানি করতে হয়। কিন্তু আমরা স্থানীয় চাহিদা মিটিয়ে টেসিসের মাধ্যমে মানসম্পন্ন পণ্য তৈরি করে তা রপ্তানি করতে চাই। এ লক্ষে কাজ করব।’
মোস্তাফা জব্বার বলেন, ‘দোয়েলসহ বেশ কিছু ডিভাইস তৈরিতে আমাদের কিছু সীমাবদ্ধতা ও ব্যর্থতা ছিল। সেখান থেকে সমস্যাগুলো খুঁজে বের করে আমরা ভবিষ্যতে উন্নত পণ্য তৈরি করব। অবশ্য আমাদের জাতীয় পাখি দোয়েল ব্র্যান্ডটিকে রেখে দিতে চাই।’
লক্ষ্য সম্পর্কে মোস্তাফা জব্বার বলেন, ‘প্রধানমন্ত্রীর লক্ষ্যকে বাস্তবায়ন করতে চাই। এটাই আমার লক্ষ্য।’
কোন পদে এবং কবে নাগাদ দায়িত্ব নিচ্ছেন? এ প্রশ্নের জবাবে তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার বলেন, ‘টেসিসের দায়িত্ব নিতে হবে প্রধানমন্ত্রী সেটা স্পষ্ট করে দিয়েছেন। তবে পদ কী হবে বা কবে থেকে কাজ শুরু হবে সেটা মন্ত্রণালয় আগামী সপ্তাহের মধ্যে ঠিক করবে। তবে আমি এটাকে চাকরি হিসেবে নয়, দায়িত্ব হিসেবে ভাবছি। বেতন নিয়ে ভাবছি না। আমি আন্তরিকতার জায়গা থেকে টেসিসকে ব্যর্থতার ঘেরাটোপ থেকে বের করে আনতে চাই।’

No comments:

Post a Comment