জানুন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম কি ?

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হল গুগলের তৈরি মোবাইল অপারেটিং সিস্টেম। এটি linux karnel অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরী করা হয়েছে। এটি একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম।
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম তৈরি করা হয়েছে টাচস্ক্রীন যুক্ত স্মার্টফোন এবং ট্যাবলেট কম্পিউটারের জন্য। এটি C (core) , C++ , Java (UI) ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি। ২০০৮ সালের সেপ্টেম্বর মাসে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম সর্বপ্রথম রিলিজ পায়।  অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এখন পর্যন্ত সবচেয়ে প্রচলিত মোবাইল অপারেটিং সিস্টেম।
Android Apps বা Google Play হল android অপারেটিং সিস্টেমের অ্যাপ্লিকেশানের জন্য সর্ববৃহৎ অনলাইন ষ্টোর। বর্তমানে বেশিরভাগ মোবাইল কোম্পানি তাদের ডিভাইসের জন্য অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকে।
Android অপারেটিং সিস্টেমের বিভিন্ন ভার্সন রয়েছে। সেগুলো হলঃ
  • অ্যান্ড্রয়েড আলফা (১.০) Android alpha (1.0)
  • অ্যান্ড্রয়েডবেটা (১.১) Android beta (1.1)
  • কাপকেক (১.৫) Cupcake (1.5)
  • ডোজনাট (১.৬) Doughnut (1.6)
  • ইকলেয়ার (২.০-২.১) Eclair (2.0–2.1)
  • ফ্রয়ো (২.২-২.২.৩) Froyo (2.2–2.2.3)
  • জিঞ্জারব্রেড (২.৩-২.৩.৭) Gingerbread (2.3–2.3.7)
  • হানিকম্ব (৩.০-৩.২.৬) Honeycomb (3.0–3.2.6)
  • আইসক্রিম সেন্ডউইচ (৪.০-৪.০.৪) Ice Cream Sandwich (4.0–4.0.4)
  • জেলিবিন (৪.১-৪.৩.১) Jelly Bean (4.1–4.3.1)
  • কিটক্যাট (৪.৪-৪.৪.৪) KitKat (4.4–4.4.4)
  • ললিপপ ( ০৫) lolypop (05)

No comments:

Post a Comment