জলাধারে সংরক্ষিত পানি নিরাপদ ও সুপেয় রাখতে ?

জলাধারে সংরক্ষিত পানি নিরাপদ ও সুপেয় রাখতে লস এঞ্জেলেস শহর কর্তৃপক্ষ এক অভিনব পন্থা অবলম্বন করেছে।
তারা তাদের বড় তিনটি জলাধারকে প্লাস্টিকের বল দিয়ে ঢেকে দিয়েছে! এই বলগুলো জলাধারের পানিতে শৈবাল জন্মানো এবং অন্যান্য বন্যপ্রানী দ্বারা দুষনের হাত থেকে রক্ষা করবে। তাছাড়া ক্লোরিনের মাধ্যমে জীবণু মুক্ত করা এই জলাধারগুলোর পানিতে ক্যান্সার সৃষ্টিকারী ক্ষতিকর ব্রোমেট উৎপাদনও ঠেকাবে এই বলগুলো। সূর্যের আলোর সাথে ক্লোরিনের ক্রিয়ায় ব্রোমেট তৈরি হয়। শুধু তাই নয় সুর্যের আলো পড়ে জলাধারের পানি যেন শুকিয়ে না যায়, সেই বাষ্পীভবনও ঠেকবে এই বলগুলো। মোট ১০০ মিলিয়ন বল এই কাজে ব্যবহার করা হয়েছে যাতে ব্যায় হয়েছে কয়েক মিলিয়ন ডলার। কয়েকবছর অন্তর বলগুলো তুলে পুনরায় ব্যবহার করার উপযোগী করা হবে।

No comments:

Post a Comment