জেনে নিন জিমেইলের নতুন ৫ ফিচার

সম্প্রতি জিমেইলে নতুন পাঁচটি ফিচার যুক্ত এসেছে। এর মাধ্যমে জিমেইল ব্যবহারকারীরা নতুন কিছু কাজ করার সুবিধা পাচ্ছেন।জিমেইলের এই ৫টি নতুন ফিচার নিয়ে আলোচনা করা হলো :

ইমোজি : নতুন আপডেটের মাধ্যমে বেশ কিছু ইমোজি দেওয়া হয়েছে। শব্দ যখন যথেষ্ট নয়, তখন এই ইমোজি ব্যবহার করতে পারেন। এতে প্লেবয়, গান্ধিজির তিনটি বানরসহ আরো ইমোজি রয়েছে। এজন্য কম্পোজ উইন্ডোতে 'ইনসার্ট ইমোটিকন' অপশনে যেতে হবে।

আরো থিম : ইমেইলের ব্যাকগ্রাউন্ডে নতুন নতুন থিম দেওয়া হয়েছে। তা ছাড়া এডিটিং টুল দেওয়া হয়েছে যার মাধ্যমে ব্লার, ভিটনেটিস এংব কাস্টম টেক্সট দিতে পারবেন। সেটিংস'এ গিয়ে এই ইমেজ এবং থিম পছন্দ করে নিতে পারবেন ব্যবহারকারীরা।

পাঠানো মেইল বাতিল করা : একটি মেইল 'সেন্ড' করার পর তা 'আনডু সেন্ড' করা যাবে। বাতিলকরণের সময় নির্ধারণ করে দিতে পারবেন।

জিচ্যাট ফিরে পাওয়া : পুরনো জিচ্যাটগুলোকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে। প্রোফাইল ছবির পরের তীর চিহ্ন থেকে ড্রপ ডাউন মেনুতে গিয়ে 'রিভার্ট টু ওল্ড চ্যাট' খুঁজে নিন।

সীমাহীন অ্যাটাচমেন্ট : সবচেয়ে বড় ফিচারটি হলো ব্যবহারকারীরা অ্যাটাচমেন্ট দিতে পারবেন ২৫ এমবি পর্যন্ত। এর সঙ্গে গুগল ড্রাইভে ফ্রিতে ১৫ জিবি পর্যন্ত স্টোরেজ পাবেন। সূত্র : হিন্দুস্তান টাইমস

No comments:

Post a Comment