আসছে ফেসবুকের নতুন সংযোজন ‘Watch Later’

ফেসবুকের হোমপেজে ভিডিও আসছে, কিন্তু দেখার সময় নেই। পরে দেখতে গেলে আবার হোমপেজে অনেক নিচে চলে যাবে। এই সমস্যা সমাধান করতে নতুন অপশন নিয়ে আসছে ফেসবুক, যার নাম
‘watch later’. ভিডিও-র ডানদিকে এই অপশনে ক্লিক করে আপনি ভিডিওটি পরে দেখতে পারেন।

ভিডিও-র উপরের ডানদিকে লেখা থাকবে ‘watch later’.  “Saved” ফোল্ডারে জমা হয়ে থাকবে ভিডিওটি। ডেস্কটপে ফেসবুক ব্যবহার করার সময় বাঁদিকের কলামে ফোল্ডারটি আসবে। মোবাইলে  “More” মেনুতে থাকবে “Saved” ফোল্ডার। ইউটিউবে এই ধরনের অপশন অনেক দিন থেকেই রয়েছে। মানুষ যাতে ফেসবুকে আরও বেশি সময় কাটাতে পারে, তার জন্যই এই অপশন আনছে জনপ্রিয় এই সোশ্যাল নেটওয়ার্কিং সংস্থা।

No comments:

Post a Comment