বাংলাদেশ সহ ছয় দেশে আবার গুগল ম্যাপ মেকার

লম্বা সময় ধরে বন্ধ থাকার পর বাংলাদেশসহ ছয়টি দেশে আবার চালু হয়েছে গুগল ম্যাপ মেকার কার্যক্রম। বাকি পাঁচটি দেশ হলো ব্রাজিল, কানাডা, ভারত, ফিলিপাইন ও ইউক্রেন। গুগল ম্যাপসে এ দেশগুলোর মানচিত্র তৈরির সময় ভুল করায় এবং নিয়মবহির্ভূত কাজের জন্য গুগল তাদের ম্যাপ মেকার কার্যক্রমটি বন্ধ করে দিয়েছিল
। আনুষ্ঠানিকভাবে ছয়টি দেশে আবার এ কার্যক্রম চালুর ব্যাপারে গুগল ম্যাপ মেকার ফোরামে ঘোষণা দেন গুগল ম্যাপ মেকারের পণ্য ব্যবস্থাপক পবিত্রা কানাকার্জন। এতে তিনি উল্লেখ করেন, প্রথম পর্যায়ে বন্ধ থাকা ছয়টি দেশে আবার চালু হলো গুগল ম্যাপ। ফলে পুনরায় গুগল মানচিত্রে অবদান রাখতে পারবেন আগ্রহীরা।
পুনর্বার চালুর সময় মানচিত্র সম্পাদনা, যোগ করার ক্ষেত্রে যুক্ত হয়েছে বেশ কিছু পরিবর্তনও। সম্পাদনাটি সহজ এবং সঠিক করতে প্রতিটি দেশে আঞ্চলিক দায়িত্বপ্রাপ্তদের (রিজিওনাল লিডস) সঞ্চালক হিসেবে নির্বাচিত করা হয়েছে। অর্থাৎ এখন থেকে যে কেউ সম্পাদনা কিংবা তথ্য যোগ করলে সেটি আঞ্চলিক দায়িত্বপ্রাপ্তর অনুমোদনের পরে প্রকাশ পাবে। পাশাপাশি আগের কয়েকটি সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে। গুগল জানিয়েছে, মানচিত্র সেবা আরও উন্নত করতে এবং একটি সুন্দর মানচিত্র সেবা ব্যবহারকারীদের দিতেই তাদের এমন উদ্যোগ। এতে করে আরও দ্রুত মানচিত্র সেবা সবাই ব্যবহার করতে পারবে।
এ বিষয়ে গুগল ম্যাপ মেকার বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের আঞ্চলিক দায়িত্বপ্রাপ্ত অভিজিৎ রায় গতকাল বুধবার ই-মেইলে প্রথম আলোকে জানান, ছয়টি দেশেই কাজ করার মতো অনেক আঞ্চলিক প্রধান আছে। বাংলাদেশে ম্যাপিং বাংলাদেশ এ বিষয়ে বিভিন্ন স্বেচ্ছাসেবকের সহায়তা দিচ্ছে উল্লেখ করে অভিজিৎ জানান, নতুনভাবে ম্যাপ মেকার অনেক উন্নত সুবিধা নিয়ে এসেছে। ম্যাপ মেকারের বিস্তারিত: www.google.com/mapmaker

No comments:

Post a Comment