বাতাস টেনে কার্বন-ডাইঅক্সাইড সরানোর পরিকল্পনা গ্রহণ করেছে কানাডার একটি কোম্পানী

 

পাখার পর পাখা বসিয়ে দেয়াল তৈরি করে বাতাস টেনে কার্বন-ডাইঅক্সা
ইড সরানোর পরিকল্পনা গ্রহণ করেছে কানাডার একটি কোম্পানী। এই পদ্ধতিতে
ছবিতে দেখানো আকারের একটি দেয়ালের মাধ্যমে বায়ু কয়েকমিলিয়ন গাছের কর্মক্ষমতার সমপরিমান কার্বন-ডাইঅক্সাইড শোষন করা যাবে বলে আশা করছেন গবেষকগণ। শোষিত কার্বন-ডাইঅক্সাইডকে পুনরায় জ্বালানীতে পরিণত করে পুনর্ব্যবহার উপযোগী করার পরিকল্পনাও আছে। এই পাথাগুলোর সামনে থাকবে ঝিল্লিযুক্ত একপ্রকার কলাম যার উপর থেকে একধরনের দ্রবণ স্প্রে করা হবে। বায়ু পাখার মধ্য দিয়ে সেই দ্রবণের সংস্পর্শে এসে কার্বন-ডাইঅক্সাইড সেখানে দ্রবীভূত হয়ে যাবে। সেই দ্রবণ থেকে পর্যায়ক্রমে কার্বন-ডাইঅক্সাইড পৃথক করা হবে এবং দ্রবণটিকে পূনরায় ব্যবহার করা হবে। পৃথকীকৃত বিশুদ্ধ ও ঘনীভুত কার্বন-ডাইঅক্সাইডকে ডাম্পিং করা যেতে পারে কিংবা হা্ইড্র্রোজেনের সাথে বিক্রিয়ার মাধ্যমে মিথেন উৎপন্ন করে পুনরায় জ্বালানী হিসেবে ব্যবহার করা যেতে পারে। মিথেন উৎপাদনের জন্য অপর একটি প্ল্যান্টে তড়িৎবিশ্লেষণের মাধ্যমে পানি থেকে হাইড্রোজেন তৈরি করা হবে। সেই হাইড্রোজেনের সাথে দ্রবীভূত কার্বন-ডাইঅক্সাইডের বিক্রিয়া ঘটিয়ে মিথেন উৎপন্ন করা হবে।

No comments:

Post a Comment