এবার ফেসবুকে সরাসরি ভিডিও সম্প্রচার

ফেসবুকে এবার তারকা, সাংবাদিকসহ ‘ভেরিফায়েড’ প্রোফাইল আছে এমন ব্যবহারকারীরা সরাসরি ভিডিও ছাড়ার সুযোগ পাবেন।
তাৎক্ষণিকভাবে ভিডিও করে সেটি দ্রুত নিজের অনুসারীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি কমেন্ট আদান-প্রদানও করতে পারবেন। চলতি মাসের শুরুতে শুধু তারকাদের জন্য সরাসরি সম্প্রচারের সুবিধাটি চালু করা হয়েছে। এর মাধ্যমে তারকারা তাৎক্ষণিকভাবে ফেসবুকের সাহায্যে ভিডিও প্রচার করতে পারবেন। আর সে সময়েই তাঁদের অনুসারী এবং ভক্তরা ‘ব্রডকাস্ট’ পর্দায় নিজেদের মন্তব্যও দিতে পারবেন। ওই তারকার পেজে যাঁরা লাইক দিয়ে অনুসরণ করবেন, তাঁদের নিউজ ফিডেও ভিডিওটি দেখানো হবে। যাঁরা সরাসরি ওই তারকার সঙ্গে যোগাযোগ করতে চান, তাঁদের বিশেষ নোটিফিকেশনও দেওয়া হবে।
সরাসরি দেখানোর শেষে পুরো ভিডিওটি ওই তারকার ভিডিও বিভাগে স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হয়ে যাবে। ইতিমধ্যে সরাসরি ভিডিওর এ সেবাটি ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে দ্য রক খ্যাত জনসন, টেনিস তারকা সেরেনা উইলিয়ামসসহ আরও কয়েকজন।

No comments:

Post a Comment