মোবাইলে ট্রায়াল বা ফ্রী অ্যাপস ব্যাবহারে সাবধান !

আপনি কি আপনার মোবাইলে কোন ট্রায়াল বা ফ্রী অ্যাপ ব্যাবহার
করছেন, তাহলে সাবধান হোন।
আমরা অনেকেই আমাদের মোবাইলে ট্রায়াল বা ফ্রী অ্যাপ
ব্যাবহার করে থাকি।
এগুলো ব্যাবহার করার সময় আমরা তাদের
trams and polici ভাল করে পরে দেখিনা

বা, অনেকে তা পরে দেখার চেষ্টাও করিনা।
আর এই সুযোগটি তারা নিয়ে থাকে,তারা
আমাদের ফোনের ফোনবুক এবং এসএমএস
লিস্ট কন্ট্রোল করে নেয়। এর পর তারা
বিভিন্ন নাম্বারে অটো এসএমএস পাঠাতে
থাকে। অনেক সময় আমরা ব্রাউজারে
আমাদের পাসওয়ার্ড সংরক্ষণ করে থাকি
তারা এগুলো হ্যাঁক করে আমাদের আইডি
দিয়ে। আমাদের একাউন্ট গুলো তারা
ইচ্ছেমত ব্যাবহার করে থাকে, আমরা
লগ আউট করা অবস্থাতে থাকলেও।
তাই যে কোন অ্যাপস ব্যাবহার এর আগে
আপনাকে সাবধান হতে হতে হবে। যাতে
আমরা হ্যাকিং এর শিকার না হই।
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

No comments:

Post a Comment