নকল মেমোরি কার্ড থেকে সাবধান !!!

স্যামসাং বাংলাদেশের বাজারে কোনো মেমোরি কার্ড বিক্রি করে না। অথচ বর্তমানে বাজারে স্যামসাং ব্র্যান্ডের নকল মেমোরি কার্ড পাওয়া যাচ্ছে। এ ধরনের নকল মেমোরি কার্ড কেনা থেকে সতর্ক
থাকার আহ্বান জানিয়েছে স্যামসাং পণ্যের পরিবেশক কম্পিউটার সোর্স।
কম্পিউটার সোর্সের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদ সামনে রেখে দেশের প্রযুক্তি বাজারে নকল মেমোরি কার্ড বিক্রি হচ্ছে। এসব মেমোরি কার্ড কিনে প্রতারণার শিকার হচ্ছেন ক্রেতারা। কার্ডের গায়ে ১৬জিবি লেখা থাকলেও অনেক ক্ষেত্রে এর তথ্য ধারণক্ষমতা কম দেখাচ্ছে। মেমোরি কার্ডে কোনো ওয়ারেন্টিও থাকছে না।
স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশে স্যামসাং পরিবেশিত কোনো মেমোরি কার্ড নেই। স্যামসাংয়ের নামে এই নকল পণ্য বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
কম্পিউটার সোর্সের পরিচালক আসিফ মাহমুদ জানিয়েছেন, কম্পিউটার সোর্সের আউটলেটগুলোতে ক্রেতারা নকল পণ্য সম্পর্কে অভিযোগ করছেন। ক্রেতাদের কাছে পণ্য যাচাই করে কেনার অনুরোধ করছি।

No comments:

Post a Comment