সার্চ ইঞ্জিন হিসেবে কোনটি আপনার বেশী পছন্দের ?

সার্চ ইঞ্জিন হিসেবে কোনটি আপনার বেশী পছন্দের ? পছন্দের কারণ কি কি ?






গুগল অবশ্যই। কারন



★গুগলের ফাইল টাইপ অপারেটর এর মাধ্যমে নির্দিষ্ট ফাইল টাইপের ফাইল সার্চ করতে পারি।



★সাইট সার্চ টেকনিক মাধ্যমে গুগলে নির্দিষ্ট কোন ওয়েবসাইটে সার্চ করতে পারি।



★ক্যালকুলেটর হিসেবে ইউজ করা যায়।



★ইউনিট কনভার্ট করা যায়।



★চাহিদা অনুযায়ী বিসয়বস্তু অনুসারে আমি পেটেন্ট চেঞ্জ করতে পারি। যেমন কোন তথ্য ব্লগ,আলচনা,পুস্
তক এরকম ভাবে।



★ছবির ভিত্তিতেও আমি সারচ করতে পারি।



★ডিকশনারি হিসেবে ইউজ করা যায়।



★গুগল অনুবাদক হিসেবেও ইউজড হয়।



★ রিলেটেড অপারেটর এর সাহায্য নিয়ে একই রকম অনেক গুলা ওয়েব পেজ খুজে পাওয়া যায়।



মোট কথা সব থেকে সহজ সার্চ ইঞ্জিন হল গুগল। এছাড়াও MSN,yahoo, পিপীলিকা খারাপ না।

No comments:

Post a Comment