আপনার ডেস্কটপ ও ল্যাপটপে স্ক্রিনসর্ট কিভাবে নেবেন ?

আমরা যারা কম্পিউটার (ল্যাপটপ ও ডেস্কটপ) ব্যাবহার করি তারা প্রায় সময় একটি সমস্যার কবলে পড়ি, আর সমস্যাটি হল যে, কিভাবে কম্পিউটার এর সহজে স্ক্রিনসর্ট নেয়া যায়।এই সমস্যাটি কিভাবে খুব সহজে সমাধান করা যায় তা আমি আজকে আপনাদের জানাবো
{স্টেপ-১} প্রথমে আপনি আপনার কম্পিউটার এর উইন্ডোজ বাঁটন ক্লিক করুন।
{স্টেপ-২} উইন্ডোজ বাঁটন ক্লিক করার পর আপনি All Programs ক্লিক করুন।
{স্টেপ-৩} All Programs ক্লিক করলে আপনি আপনার সমস্ত program এর লিস্ট পেয়ে যাবেন, সেখান থেকে আপনি Accessories বাঁটনে ক্লিক করুন।
{স্টেপ-৪} Accessories বাঁটনে ক্লিক করার পর আপনি Snipping Tool নামে একটি program পাবেন,এখন আপনার কাজ হলো এটিতে ক্লিক করা।

{স্টেপ-৫} এখন আপনি New তে ক্লিক করুন এবং আপনার মনের মত স্ক্রিনসর্ট নিন। আপনি এই program টির Option প্যানেলে গিয়ে বিভিন্ন সেটিংস পরিবর্তন করতে পারেন।
আমি আশা করি আপনারা খুব সহজে কাজগুলো করতে পেরেছেন, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

No comments:

Post a Comment