কীর্তিমানদের চেষ্টা !


ভাল খেলতে পারেন না বলে তাঁর হাই- স্কুলের বাস্কেটবল টিম থেকে বাদ দেয়া হয়েছিলো,
নিজের রুমের দরজা লাগিয়ে কেঁদেছিলেন তিনি
। আর আজ আমরা বাস্কেটবল বলতে তাকে চিনি,তার নাম-- মাইকেল জর্ডান।
টিচার বলেছিলেন তিনি ক্লাসের সবচেয়ে খারাপ ছাত্র,
তাঁর পক্ষে কিছু বোঝা সম্ভব না অথচ আজ আমরা আলোর মুখ দেখেছি তাঁর জন্যেই,
তিনি হলেন বৈদ্যুতিক বাতির আবিষ্কারক--টমাস
আলভা এডিসন।
নিউজপেপারের চাকরি থেকে তাকে বাদ দেয়া হয়েছিলো,
কারন তাঁর মাথায় নতুন কিছুর প্ল্যান আসতো না,
তাঁর চিন্তাশক্তি তাঁর পোষ্টের জন্য উপযুক্ত ছিল না...তিনি হলেন ডিজনি ল্যান্ড ও হলিউডের সব ডিজনি চরিত্রের উদ্ভাবক--- ওয়াল্ট ডিজনি।
তাঁর বাগদত্তা মারা গিয়েছিলো,
তাঁর ব্যবসা দুইবার ডুবেছিলো,
একবার হার্ট এ্যাটাক হয়েছিলো এবং সে আট বার নির্বাচনে হেরেছিলো---আব্রাহাম লিঙ্কন।
ডেকো মিউজিক কোম্পানী তাদের এলবাম বের করতে মানা করে দিয়েছিলো,
বলেছিলো তাদের গান সময়ের সাথে যায় না,
তাদের মিউজিক কোয়ালিটি ভাল না---- তারা হলেন বিখ্যাত মিউজিক ব্যান্ড বিটলস।

উপদেশঃ পরাজিত হওয়াটা জীবনেরই একটা অংশ। আর প্রতিটি পরাজয় একটি নতুন জয়ের আশাকে নতুন করে জাগিয়ে তোলে।
'জীবনের সবচেয়ে বড় জয় হল এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল আপনি কখনোই করতে পারবেন না।'
হতাশ হবেন না, ইনশাআল্লাহ জয় আপনার হবেই।

No comments:

Post a Comment