2015 সালের ৬টি বেষ্ট অনলাইন আর্নিংস ট্রেন্ডস-৬

৬. এফ-কমার্স : ফেসবুক থেকে আয়
ফেসবুকভিত্তিক ই-কমার্সই এখন পরিচিত
এফ-কমার্স নামে। এটি সোশ্যাল
মিডিয়া মার্কেটিংয়ের (এসএমএম)
একটা শাখা। অল্প পুঁজিতে, এমনকি
বিনা পুঁজিতে এ ব্যবসা করা যায়

কোনো দোকানঘর লাগে না, ব্যবসা
পরিচালনা করা যায় ঘরে বসেই।
দেশের যেখানেই থাকুন না কেন,
ক্রেতার চাহিদামতো পণ্য
ডেলিভারি দিতে পারলে এ ব্যবসায়
সাফল্য আসবেই। এফ-কমার্সে সফলতা
নির্ভর করবে সামাজিক যোগাযোগে
আপনার পারদর্শিতার ওপর। আর এ
কাজটির জন্য খরচার দরকার নেই।
পেজের লাইক সংখ্যা যত বেশি হবে,
আপনার পণ্য তত বেশি মানুষের কাছে
পৌঁছবে। লাইক বাড়াতে আপনার
চেষ্টাই যথেষ্ট। শুরুর দিকে
পরিচিতজনদের 'ইনভাইট' করুন, বেশি
বেশি শেয়ার দিন।

No comments:

Post a Comment