গুগল অ্যাকাউন্ট বাতিল করতে চান?

আপনি কি শঙ্কিত? গুগল আপনার সম্পর্কে অনেক কিছু জানে। তাই চাইছেন আপনার গুগল অ্যাকাউন্টটি বাতিল করে দিতে। আবার এমনও হতে পারে, বাতিল করার জন্য ইতিমধ্যে চেষ্টা করেছেন, কিন্তু পারছেন না।
জেনে নেওয়া যাক কীভাবে মুছে ফেলা যাবে গুগল অ্যাকাউন্ট।
 ধাপ ১: শুরুতে accounts.google.com–এ যেতে হবে।
ধাপ ২: এরপর আপনার গুগল অ্যাকাউন্টের তথ্য দিয়ে সাইন ইন করেন।
ধাপ ৩: এবার যেতে হবে Account Preferences > Delete your account or services–এ।
ধাপ ৪: এখন পর্দায় দেখতে পাবেন ‘সিলেক্ট ডিলেট অ্যাকাউন্ট অ্যান্ড ডেটা’। আর তা নির্বাচন করুন।
ধাপ ৫: এই ধাপে গুগল আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড চাইবে। আর তা দিন।
ধাপ ৬: ওপরের ধাপ অনুযায়ী কাজ করে থাকলে অ্যাকাউন্ট বাতিলের জন্য ই-মেইল বার্তা পাবেন।
ধাপ ৭: ই-মেইল বার্তায় আসা লিংকে ক্লিক করে প্রক্রিয়াটি সম্পন্ন করে নিন।
 অ্যাকাউন্ট বাতিল করলেন। কিন্তু হুট করে যদি আবার কোনো কারণে মত পরিবর্তন হয়, মানে অ্যাকাউন্টটি চালু করতে চাচ্ছেন, তাহলে তা করার সম্ভাবনা রয়েছে। এ জন্য accounts.google.com/signin/recovery ঠিকানায় গিয়ে ওই জি–মেইল ঠিকানা লিখে সাইন ইন করবেন। ফিরিয়ে আনা সম্ভব কি না, তা যত তাড়াতাড়ি সম্ভব গুগল জানিয়ে দেবে। কিংবা ওই ই-মেইলের ব্যাকআপ ঠিকানায় বার্তা পাঠাবে গুগল।
সূত্র: গ্যাজেটস নাউ

No comments:

Post a Comment