রোবট বিজ্ঞান নিয়ে নতুন করে ভাববে গুগল

চমৎকার সব কাজের রোবট বানিয়ে চমকে দিয়েছে বোস্টন ডাইনামিকস। তবু প্রতিষ্ঠানটি নিয়ে খুব একটা আশাবাদী না এর মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট। তাই বিক্রি করার জন্য একরকম উঠেপড়েই লেগেছে তারা।
এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ফিন্যান্সিয়াল টাইমস।
রোবোটিকস নিয়ে নতুন করে ভাবতে চায় গুগল, নতুনভাবে কাজ করতে চায়। সে চেষ্টার অংশ হিসেবেই বোস্টন ডাইনামিকস বিক্রি বলেও জানানো হয় সেই প্রতিবেদনে। বোস্টন ডাইনামিকসের গোড়াপত্তন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে, ১৯৯২ সালে। এরপর সামরিক রোবট তৈরির জন্য যুক্তরাষ্ট্র সরকারের অনুদান পায় প্রতিষ্ঠানটি। রোবোটিকস নিয়ে কাজ করতে ২০১৩ সালে বোস্টন ডাইনামিকস কিনে নেয় গুগল। গত বছর অ্যালফাবেট প্রতিষ্ঠা করলে প্রতিষ্ঠানটি অ্যালফাবেটের অধীনে আনা হয়।
অ্যালফাবেট নির্বাহীদের মতে, খুব শিগগির প্রতিষ্ঠানটি থেকে লাভজনক কিছু তৈরি করা সম্ভব হবে না। এ ছাড়া নেতৃত্বের অভাবে ভুগছে প্রতিষ্ঠানটি। সব মিলিয়ে কাজ চালিয়ে যাওয়াটা লাভজনক মনে করছে না গুগলের এই মূল প্রতিষ্ঠান।
টয়োটা এবং অ্যামাজন বোস্টন ডাইনামিকসের সম্ভাব্য ক্রেতা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এএফপি

No comments:

Post a Comment