ফেসবুক পৃথিবীর বৃহত্তম ভার্চুয়ার সমাধিস্থলে পরিণত হবে !

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক-বিশেষজ্ঞদের মতে, বিশ্বের সর্ববৃহৎ সোশাল নেটওয়ার্ক সাইট ফেসবুক পৃথিবীর বৃহত্তম ভার্চুয়ার সমাধিস্থলে পরিণত হবে। আর তা ঘটবে এ শতাব্দির শেষের দিকে
। ওই সময়ের মধ্যে এমন প্রোফাইলের সংখ্যা অনেক বেড়ে যাবে যারা আর বেঁচে থাকবেন না।
ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস-এর পরিসংখ্যানবিদ হাশিম সিদ্দিকী তার গবেষণায় বলেন, ফেসবুকের বর্তমান ব্যবহারকারীর সংখ্যা ১.৫ বিলিয়ন। ২০৯৮ সালের মধ্যে এটি সবচেয়ে বড় ভার্চুয়াল সমাধিস্থলে পরিণত হবে। কারণ হলো, ফেসবুক তাদের প্রয়াত ব্যবহারকারীদের অ্যাকাউন্ট রেখে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এগুলো ফেসবুকের স্মৃতি প্রোফাইল হিসাবে সংরক্ষিত থাকবে।
যেহেতু মৃত ব্যবহারকারীদের সংখ্যা বাড়তেই থাকবে, কাজেই এক সময় বর্তমানদের চেয়ে তাদের সংখ্যাই বেশি হবে। ওই পরিসংখ্যানবিদের মতে, ফেসবুক ব্যবহারকারী বৃদ্ধির হার ক্রমশ কমতে থাকবে।
ব্লগিং প্রতিষ্ঠান ডিজিটাল বিয়ন্ড জানায়, এ বছরেই ৯ লাখ ৭০ হাজার ফেসবুক ব্যবহারকারীর মৃত্যু ঘটেছে। ২০১০ সালে মৃত্যুবরণ করেন ৩ লাখ ৮৫ হাজার ৯৬৮ জন এবং ২০১২ সালে ৫ লাখ ৮০ হাজার।
সিদ্দিকী আরো জানান, ফেসবুক তাদের মৃত ব্যবহারকারীদের অ্যাকাউন্ট সংরক্ষণে নতুন ব্যবস্থা ঢেলে সাজাচ্ছে। তবে এ নিয়ে সমালোচনার সম্মুখীন হয়েছে প্রতিষ্ঠনটি। এর আগেও এক ফেসবুকের ‘ইয়ার ইন রিভিউ’ ভিডিও-তে এক মৃত ব্যক্তিকে দেখানো হয়। ইতিমধ্যে এ সমস্যা থেকে মুক্তি পেতে ‘লিগেসি কন্টাক্ট’-এর মাধ্যমে প্রয়াস চালাচ্ছে ফেসবুক। এর মাধ্যমে মৃত ব্যক্তির অ্যাকাউন্টের শেষ পোস্ট এবং শেষ ফ্রেন্ড রিকোয়েস্ট দেখতে পারবে ফেসবুক কর্তৃপক্ষ।
তবে এ বিষয়ে মন্তব্য করেনি ফেসবুক।

No comments:

Post a Comment