'যৌনদাসী' বেচতে ফেইসবুকে আইএস।

নিজেদের কাছে বন্দী অবস্থায় নারীদের 'জিহাদী' পুরুষদের যৌনদাসী হিসেবে বিক্রি করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের শরণাপন্ন হয়েছে উগ্রপন্থী সংগঠন ইসলামিক স্টেট (আইএস), জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড মিরর।

প্রায় এক হাজার আটশ' নারীকে আটক করে 'যৌনদাসী' বানিয়েছে এই সন্ত্রাসীগোষ্ঠী, আর এদের মধ্যে অনেকেই বর্বর ধর্ষণের স্বীকার হয়েছেন বলে বিশ্বাস যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইট ওয়াচ-এর।
মিরর জানায়, আইএস-এর দেওয়া ওই 'ন্যাক্কারজনক' ফেইসবুক পোস্টে দেখা যায়, বন্দী নারীদের প্রায় আট হাজার ডলার দামে 'যৌনদাসী' হিসেবে বিক্রির প্রস্তাব দেওয়া হচ্ছে। দাসী খুঁজছেন এমন কোনো 'ভাই'-এর উদ্দেশ্যে এই বিজ্ঞাপন বলেও জানানো হয়। ওই নারীর বয়স সম্ভবত ১৮ হবে বলে জানিয়েছে দৈনিকটি।
"যে সব ভাইয়েরা কোনো দাসী খুঁজছেন তাদের জন্য, এর দাম মাত্র আট হাজার ডলার", এমনটাই বলা হয় ওই পোস্টে। তবে বর্তমানে ওই পোস্ট সরিয়ে ফেলা হয়েছে।
নিজেকে আবু আসাদ নাম দেওয়া একজন আইএস যোদ্ধা ফেইসবুকে এই পোস্ট দিয়েছেন বলে জানিয়েছে ট্যাবলয়েডটি।
অন্য একটি ফেইসবুক পোস্টে একজন যুবতীর ছবিসহ, তাকে 'যৌনদাসী' বানানোর প্রস্তাব দেওয়া হয়। ছবির ক্যাপশনে বলা হয়, "ইয়েই অর নেই ( হ্যাঁ বা না)?"

No comments:

Post a Comment