নেটে কি করছেন সব জানে ফেসবুক !

দিনের পর দিন ইন্টারনেট ব্যবহারে গোপনীয়তা রক্ষা করা কঠিন হয়ে পড়ছে। আগে ভাইরাস বিভিন্ন সমস্যা সৃষ্টি করত আর এখন বিভিন্ন অ্যাপস আর অ্যাড এই সমস্যার সৃষ্টি করে।

সম্প্রতি সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুক ঘোষণা করেছে, নেটের সকল পেজে বিভিন্ন অ্যাডের ব্যবস্থা করা হবে। কারও ফেসবুক আইডি না থাকলেও সেই মানুষ ইন্টারনেটে কি করছে তা জানা সম্ভব। এখন পর্যন্ত, ফেসবুক নিজেদের ইচ্ছামত অ্যাড তাদের ব্যবহারকারীদের আইডিতে দেখাতে পারত। কিন্তু এখন একটু উন্নত অ্যাড সংযোজনের জন্য আরও ডাটার প্রয়োজন রয়েছে।
নতুন এই পরিবর্তনের কারণে আপনার ইন্টারনেট ব্যবহারেও আমূল পরিবর্তন আসবে। এবার ফেসবুক তাদের বিজ্ঞাপনদাতাদের আরও বেশি সুব্যবস্থা করে দিবে। তারা ফেসবুকের মাধ্যমে আরও গ্রাহক দিবেন বিজ্ঞাপনদাতাদের। তারা ইন্টারনেট ব্যবহারকারীদের ব্রাউজ করার তথ্য সংগ্রহ করবে। অন্যান্য ওয়েব সাইটে কে কি লাইক করতেছে তাও ফেসবুক জানিয়ে দিবে। তবে যারা ফেসবুক ব্যবহার করেন না, তারাও এর আওতামুক্ত নন। তাদের পছন্দ ও অপছন্দ জেনে নেয়া হবে ব্রাউজিং ডাটা থেকে।

No comments:

Post a Comment