তলপেটে হঠাৎ ব্যথায় করণীয়

তলপেটে হঠাৎ ব্যথা অ্যাপেনডিসাইটিস ছাড়াও বহুবিধ কারণে হতে পারে। কিন্তু অনেকেই মনে করেন, তলপেটে হঠাৎ ব্যথা মানেই
অ্যাপেনডিসাইটিস, ফলে জরুরি ভিত্তিতে অপারেশন দরকার। কথাটা মোটেও ঠিক নয়। ওষুধপত্রের মাধ্যমে পেটের ব্যথা থেকে নিরাময় হওয়া যায় অনেক ক্ষেত্রে।
অ্যাপেনডিক্স ছোট নলাকার এক অঙ্গ, যা বৃহদন্ত্রের সঙ্গে সংযুক্ত। লম্বায় ২-২০ সেমি। কোনো কারণে অ্যাপেনডিক্সের মধ্যে ইনফেকশন হলে এটি ফুলে যায়, প্রদাহ হয়, তখন একে বলে অ্যাপেনডিসাইটিস।
লক্ষণ
>সাধারণত প্রথমে ব্যথা নাভীর চারপাশে অনুভব হয় এবং কয়েক ঘণ্টা পর ব্যথাটা তল পেটের ডান পাশে চলে আসে। তবে বিশেষ ক্ষেত্রে পেটের অন্য অংশেও ব্যথা হতে পারে;
>বমি বমিভাব হতে পারে;
>বমিও হতে পারে;
>অরুচি হতে পারে;
>পাতলা পায়খানা হতে পারে এবং
>জ্বর হতে পারে।
রোগটি সম্পর্কে নিশ্চিত হতে হলে বিশেষজ্ঞ চিকিৎসকদের রোগীর ওপর পরীক্ষা-নিরীক্ষাই বেশি জরুরি। আলট্রাসনোগ্রাম কিংবা রক্ত পরীক্ষা অ্যাপেনডিসাইটিস নির্ণয়ে সহায়ক হতে পারে। তবে এ রোগ নির্ণয়ে চিকিৎসকের অভিজ্ঞতাই গুরুত্বপূর্ণ। পেটের ডানদিকে নিচের অংশে অনেক কারণে ব্যথা হতে পারে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। তাই এ রোগে অপারেশনের আগে চিকিৎসককে অবশ্যই অন্য কারণগুলো খতিয়ে দেখতে হবে। তবে অ্যাপেনডিসাইটিস হলে সুনির্দিষ্ট চিকিৎসা হচ্ছে অপারেশন। অন্যথায়, ইনফেকশন সমস্ত পেটে ছড়িয়ে পড়তে পারে ও জীবন বিপন্ন হতে পারে।

No comments:

Post a Comment