হ্যাকিংয়ের শিকার 'সেজ'

হ্যাকিংয়ের শিকার হয়েছে যুক্তরাজ্যভিত্তিক সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান সেজ। এতে দেশটির প্রায় ২৮০টি ব্যবসায় প্রতিষ্ঠানের কর্মীদের ব্যক্তিগত তথ্য ছিল। 

 বিবিসি নিউজ জানিয়েছে, পুলিশ এই ঘটনার তদন্ত করছে। 'সেজ' ধারণা করছে, প্রতিষ্ঠানটির 'অভ্যন্তরীণ' কম্পিউটার ব্যবহার করে কেউ এসব তথ্যে 'অনধিকার প্রবেশ' করেছে।
এ খবর প্রকাশের আগের কয়েক সপ্তাহে এসব তথ্যে প্রবেশ করা হয়েছে। তবে এফটিএসই তালিকাভুক্ত এসব তথ্য কি চুরি হয়েছে নাকি কেবলই ঘেঁটে দেখা হয়েছে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।
বিশ্বের প্রায় ২৩টি দেশে অ্যাকাউন্টিং এবং তালিকাভুক্ত কর্মচারিদের দ্বারা দেওয়া সেবাদানকারী এই প্রতিষ্ঠান জানিয়েছে, তারা এই হ্যাকিংয়ের ব্যাপারটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
তথ্য কমিশনার কার্যালয়কে ডেটা প্রোটেকশন অ্যাক্ট ১৯৯৮ বলবৎকরণের জন্য অবহিত করা হয়েছে।
সেজ এসব প্রতিষ্ঠানগুলোকে এরই মধ্যে বিজ্ঞপ্তি দিয়েছে এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেজন্য উপযুক্ত তদারকির পরামর্শ দিয়েছে। প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র বলেন, "তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমরা এখনও কিছু বলতে পারছি না। তবে, বরাবরের মতোই আমাদের গ্রাহকরা আমাদের কাছে অগ্রাধিকার পাবেন। আমরা সরাসরি ক্ষতিগ্রস্থদের সঙ্গে কথা বলছি।"
সেজ ১৯৮১ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এখন বিশ্বজুড়ে প্রায় ১৩,০০০ এরও বেশি কর্মী এই প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে।

No comments:

Post a Comment