All in One সিরিয়াল কী বা ক্র্যাক এর সমস্যার সমাধান !

আমরা সবাই বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে থাকি। এই সফটওয়্যারগুলোর মধ্যে যেগুলো কিনতে হয় মানে ট্রায়াল ভার্সন পাওয়া যায় সেগুলোর জন্য  ক্র্যাক বা সিরিয়াল কী এর প্রয়োজন হয়। সিরিয়াল বা ক্র্যাক না দিয়ে সফটওয়্যারটি আনরেজিষ্ট্রেড হয়ে থাকে।
এতে আমাদের পড়তে হয় বিপাকে। এবার আপনার পচন্দের সফটওয়্যারটির সিরিয়াল কী বা ক্র্যাকটি নিয়ে নিন। এবার আপনিই বলবেন যে, No চিন্তা, Do ফুর্তি। নিচে লিংক দেয়া আছে, আপনি যান আর নিয়ে নিন আপনার পচন্দের ক্র্যাকটি।

ক্র্যাকের জন্য

  • http://www.cracks.vg/
  • http://www.kavkisfile.com/key/
  • http://easylicense.blogspot.com/
  • http://www.55-88.com/

এখানে যে কোন সফটের সিরিয়াল কী, কীজেন, ক্র্যাক, প্যাচ সবগুলোই পাবেন।

  • www.productkeys.tk
  • wwww.keygen.in
  • www.smartserials.com
  • www.keygenguru.com (এটি সবচেয়ে জনপ্রিয় সাইট)
  • www.serialkey.net
  • www.zcrack.com
  • www.subserials.net
  • www.serialportal.com
  • supercracks.net
  • www.serialcrackz.com
  • www.serials.be
  • www.cracktop.com
  • www.cracksfm.com
  • www.cracklib.net
  • www.crackdb.org
  • www.theserials.com

এবার গুগল দিচ্ছে যেকোন সফটের সিরিয়াল, ক্র্যাক বা প্যাচ

এবার ধাপ অনুসরণ করুনঃ
  • প্রথমে গুগল সার্চে যান।
  • সার্চ বক্সে নিচের কোডটি লিখে এন্টার করুনঃ 94FBR
  • এবার সার্চ বক্সে আপনার কাঙ্খিত সফটওয়্যারের নাম ও এক স্পেস রেখে 94FBR লিখে সার্চ দিন। যেমন- Office 94FBR
  • দেখবেন আপনার সফটওয়্যারটির সিরিয়াল কী, কীজেন, প্যাচ, ক্রাক চলে এসেছে।
  • তবে এটি একটি সাধারণ টিপস এই আর কি।

No comments:

Post a Comment