বায়ুদূষণে ক্ষতিগ্রস্ত হতে পারে কিডনি

দীর্ঘসময় দূষিত বায়ুর মধ্যে অবস্থানের কারণে শুধুমাত্র শ্বাসযন্ত্রজনিত রোগ কিংবা হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি নয় বরং কিডনিও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে সতর্ক করেছেন গবেষকরা।

 চীনের সাউদার্ন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ১১ বছর ধরে ৭১,১৫১  রুগীর কিডনি বায়পসিসের তথ্য বিশ্লষণ করে এ সতর্ক বার্তা দেন।  
গবেষকরা বলেন, ১১ বছরের গবেষণায় তারা দেখতে পেয়েছেন, কিডনির প্রাকৃতিক প্রতিরোধ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার হার ওই সময়ে ১৩ শতাংশ বেড়েছে।  মেমব্রেনাস নেফ্রোপ্যাথির কারণে কিডনি কাজ বন্ধ করে দিতে পারে।
“প্রাথমিকভাবে আমরা দেখতে পেয়েছি, গত এক দশকে চীনে মেমব্রেনাস নেফ্রোপ্যাথির কারণে কিডনি জনিত সমস্যার হার দ্বিগুণ হয়েছে। গবেষণায় এর সঙ্গে বায়ুদূষণের ঘনিষ্ঠ সম্পর্ক আমরা পেয়েছি।”
আমেরিকান সোসাইটি অব নেফ্রোলজিতে এ গবেষণা প্রতিবেদনটি প্রকাশ পায়।

No comments:

Post a Comment