সবচে শক্তিশালী কম্পিউটার


বিশ্বের সবচে শক্তিশালী কম্পিউটারের তালিকায় উঠে এসেছে চীনের তৈরি একটি সুপারকম্পিউটার।
এই কম্পিউটারটির নাম ‘সানওয়ে তাইহু লাইট।’



এটি আছে সাংহাই শহরের কাছে উক্সি শহরে জাতীয় সুপারকম্পিউটিং সেন্টারে।
ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সুপারকম্পিউটার কনফারেন্সে সবচে শক্তিশালী যন্ত্র হিসেবে এই কম্পিউটারটির নাম ঘোষণা করা হয়েছে।
এই কম্পিউটারটি যখন কাজ করে তখন তার চূড়ান্ত কর্মক্ষমতার সময় প্রতি সেকেন্ডে ৯৩ হাজার ট্রিলিয়ন হিসেব করতে পারে।
বলা হচ্ছে, এর আগে সবচে বেশি শক্তিশালী কম্পিউটার হিসেবে যে যন্ত্রটিকে বিবেচনা করা হতো সেটিও ছিলো চীনের, এবং এটি তারচেয়েও দ্বিগুণ গতিতে কাজ করতে পারে। এর দক্ষতাও আগেরটির তুলনায় তিন গুণ বেশি।
চীন ছাড়াও প্রথম দেশটি কম্পিউটারের তালিকায় আছে যুক্তরাষ্ট্র, জাপান, সুইজারল্যান্ড, জার্মানি এবং সৌদি আরবের তৈরি কম্পিউটার।

No comments:

Post a Comment