মন নিয়ন্ত্রিত কৃত্রিম হাত



ইচ্ছামতো নাড়ানো যাবে হাতটি। মানুষের হাতের আদলে তৈরি কৃত্রিম হাতটি কাজে লাগিয়ে কোনো বস্তু স্পর্শ করার পাশাপাশি তা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরও করা যাবে। মাইন্ড কন্ট্রোল ডিভাইসনির্ভর ‘লুক’ নামের হাতটি মূলত ইলেকট্রোড ও গ্রিপ ফোর্স সেন্সর প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীদের ইচ্ছামতো হাত নাড়ানোর সুযোগ দেয়। সব কিছু ঠিক থাকলে এ বছরের মধ্যেই বাণিজ্যিকভাবে বাজারে আসবে হাতটি।
টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : ম্যাশেবল

No comments:

Post a Comment