প্রথমবার উড়ল ফেসবুকের ইন্টারনেট বিমান

সারা বিশ্বে ইন্টারনেট সুবিধাবঞ্চিত এলাকায় ইন্টারনেট সেবা দিতে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ সৌরশক্তিচালিত বিমান নিয়ে পরীক্ষা চালাচ্ছেন।
অ্যাকুইলা নামের এমন একটি ইন্টারনেট-সুবিধাযুক্ত বিমান প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে ওড়ান তিনি।
এ পরীক্ষা সফল হয়েছে। ফেসবুকের কানেকটিভিটি ল্যাব নামের একটি বিভাগ অ্যাকুইলা বিমানটি নিয়ে কাজ করছে। বিমানটি আকাশ থেকে লেজার প্রযুক্তির মাধ্যমে ইন্টারনেট সংযোগ দিতে পারে।
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ইউমা অঞ্চলে বিমানটিকে ৩০ মিনিটের জন্য পরীক্ষামূলকভাবে ওড়ানোর কথা থাকলেও পরে তা ৯৬ মিনিট পর্যন্ত ওড়ানো হয়েছে। বিমানটির পাখা বোয়িং ৭৩৭ বিমানের পাখার চেয়েও প্রশস্ত। তবে বিমানটি দীর্ঘ সময় আকাশে যাতে উড়ে থাকে, এ জন্য এর ওজন এক হাজার পাউন্ডের কম; যা বড় একটি পিয়ানোর সমান হতে পারে। প্লেনের কাঠামো তৈরিতে ব্যবহার করা হয়েছে কার্বনের তন্তু। তথ্যসূত্র : আইএএনএস।

No comments:

Post a Comment