কম্পিউটার ভাড়া দেবে এইচপি !

পিসির ব্যবসায় এখন মন্দা যাচ্ছে। পিসি বিক্রি হচ্ছে কম। এইচপি তাই নতুন ব্যবসার দিকে ঝুঁকছে। হার্ডওয়্যার অ্যাজ আ সার্ভিস বা হার্ডওয়্যার সেবা দেওয়ার ব্যবসা।
এ সেবা হিসেবে ব্যবসা প্রতিষ্ঠানে দরকারি হার্ডওয়্যার ভাড়া দেবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পিসি নির্মাতা প্রতিষ্ঠান এইচপি।
গত বৃহস্পতিবার এইচপি কর্তৃপক্ষ জানিয়েছে, পিসি বিক্রি কমে যাওয়ার বিষয়টি সামাল দিতে কম্পিউটারসহ বিভিন্ন হার্ডওয়্যার ভাড়া দিতে শুরু করবে এইচপি। এইচপির করপোরেট গ্রাহকেরা মাসিক খরচের বিনিময়ে এ সেবা পাবেন। এইচপি নিজস্ব সফটওয়্যারের মাধ্যমে প্রতিষ্ঠানের হার্ডওয়্যার সংক্রান্ত বিষয়গুলো দেখভাল করবে।
এইচপি জানিয়েছে, হার্ডওয়্যার যখন ফেরত নেওয়া হবে তখন রিসাইকেল প্রক্রিয়ায় সব তথ্য মোছা হয়েছে কিনা তা পরীক্ষা করে দেখবে। স্পর্শকাতর তথ্য যাতে দুর্বৃত্তের হাতে না পড়ে সে জন্য তথ্য মুছে ফেলার বিষয়টি নিশ্চিত করবে তারা।
এ বছরের এপ্রিল মাসে বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী পিসি বিক্রির হার আগের বছরের তুলনায় ৯ দশমিক ৬ শতাংশ কমেছে। টানা ছয় প্রান্তিক ধরে পিসি বিক্রির কমে যাওয়ার ধারা অব্যাহত রয়েছে।
বর্তমানে বাজারে ১৭ দশমিক ৬ শতাংশ দখল করে দ্বিতীয় অবস্থানে আছে এইচপি। ১৯ দশমিক ৩ শতাংশ দখলে নিয়ে শীর্ষস্থানে লেনোভো।
গত বছরের নভেম্বরে এইচপি দুটি ভাগে ভাগ হয়ে ব্যবসা পরিচালনা করার ঘোষণা দেয়। একটি এইচপি ইনকরপোরেশন ও অন্যটি এইচপি এন্টারপ্রাইজ করপোরেশন। তথ্যসূত্র: এনডিটিভি।

No comments:

Post a Comment